ডীপ ওয়েব , ডার্ক ওয়েব এর অজানা তথ্য । ইন্টারনেটের কালো জগতে আপনাকে স্বাগতম । প্রথম পর্ব ।

হ্যালো বন্ধুরা কেমন আছেন আপনারা সবাই । আশা করি ভালই আছেন । এর আগেও আমি ডীপ ওয়েব ডার্ক ওয়েব নিয়ে আপনাদের সাথে আলোচনা করেছিলাম । আজ আবারো আপনাদের জানানোর চেষ্ঠা করব আসলে ইন্টারনেটের এই অন্ধকার দুনিয়ায় কি কি হয়ে থাকে । আজ আমরা প্রথম পর্ব দেখব ।

 

 

  • ডার্ক/ডীপ ওয়েবে আপনি যে কোন ড্রাগ কিনতে পারবেন, তাও আবার একদম প্রিমিয়াম কোয়ালিটির। এবং ডেলিভারির জন্য আপনাকে কোন টেনশন নিতে হবে না,যাদের কাছে ওয়ার্ডার করবেন,তারাই এর প্যাকিং এবং ডেলিভারি করে দিবে।

 

  • দুনিয়ার সেরা কিছু হ্যাকারকে আপনি ডার্ক/ডীপ ওয়েবে পাবেন,তবে তাদেরকে খুজে পাওয়া অনেক কষ্টসাধ্য।

 

  • আপনি ডার্ক/ডীপ ওয়েবে যা কিছুই করুন না কেন আপনাকে খুবই সতর্ক থাকতে হবে,আপনার কোন একটি ভুল ক্লিকেই হয়ত আপনার কম্পিউটার লাইফ শেষ হয়ে যেতে পারে,(পরিনাম কত ভয়াবহ হতে পারে তা আপনার কল্পনারও বাইরে)

 

  • ডার্ক/ডীপ ওয়েবে আপনি আপনার কাজ অনুযায়ী হিটম্যান নিতে পারবেন,অনেক হিটম্যান রছে যারা ধরা পরেছে,আবার কিছু হিটম্যানরা এটা ক্লেইম করে থাকে যে তারা সেই বিজনেসে ৭-৮বছর ধরে আছে। তার মানে সে এই ছয় বা সাত বছরে যতগুলো মানুষ মেরেছে সব ধরা পরা ছাড়া।

 

  • ডার্ক/ডীপ ওয়েবে কিছু সাইট আছে, যেখানে কিছু মানুষ রয়েছে যারা আপনার জন্য যে কোন কিছু চুরি করতে প্রস্তুত, তার চুরি সাকসেসফুল হলে সে আপনাকে সেই চুরি হওয়া জিনিসের ছবি পাঠাবে প্রমান হিসেবে।

 

  • অনেক দেশের ইন্টারনেট আইন বেশ কঠিন,তাই বিভিন্ন দেশের জার্নালিস্টরা ডার্ক/ডীপ ওয়েবের মাধ্যমে যে কোন দেশ সম্পর্কে পৃথীবির যে কোন প্রান্তে বসে,অন্য দেশ সম্পর্কে নানা রকম রিসার্চ করে থাকে।

 

  • ডার্ক/ডীপ ওয়েবে এমন কিছু সাইট রয়েছে, যেখানে অসুস্থ মস্তিস্কের লোক রয়েছে যারা তাদের নিজের পরিবারের নানা রকম গোপন ভিডিও লাইভ স্ট্রিমিং করে থাকে গোপন ক্যামেরার মাধ্যমে।

 

  • ডার্ক/ডীপ ওয়েবে প্রায় সব রকমের স্পোর্টের অবৈধ বাজি/ফিক্সিং হয়ে থাকে।এমন কোন খেলা বাদ নেই যে সেখানে তার ফিক্সিং হয় না।

 

  • ডার্ক/ডীপ ওয়েবে কিছু সাইট রয়েছে যেখানে চামড়ার বিভিন্ন প্রোডাক্ট পাওয়া যায়,যা শুধুমাত্র মানুষের চামড়া দিয়েই তৈরি।কিছু মানুষ রয়েছে যাদের এমন বিকৃত শখ রয়েছে এবং তারা এগুলো শখের জন্য কিনে থাকে।

 

  • সেই সাইট গুলো সাধারণ মানুষের জন্য নয়।

 

Loading

Comments

So empty here ... leave a comment!

Leave a Reply

Sidebar