cPanel Login এবং পরিচিতি । পর্ব ১ । বাংলায় আপডেট টিউটেরিয়াল ২০১৯।

আজ আমরা cpanel এ লগইন এবং এর পরিচিতি সম্পর্কে জানবো । cpanel মানে হলো c0ntrol panel অর্থাৎ আমরা আমাদের ওয়েবসাইট এর সকল কিছু এখান থেকে কন্ট্রোল করতে পারবো । যে প্রতিষ্ঠানের কাছ থেকে আমরা আমাদের ডোমেইন এবং হোস্টিং কিনবো তারা আমাদের cpanel এবং এর ইউজার নেম ও পাসওয়ার্ড দিবে ।

কন্ট্রোল প্যানেল এর লগইন এড্রেস টা কিছুটা এরকম হবে http://75.113.3.9:2082 অথবা আমাদের সাইট এর এড্রেস এর সাথে :2082 যোগ করতে হবে ।

নিচের স্ক্রিনশর্ট এ দেখুনঃ

আমাদের সাইট টি হল https://moon.khojo.xyz । এখন cpanel এ লগইন করার জন্য আমরা এর শেষে :2082 যোগ করে দিব। তাহলে এড্রেস টি কিছুটা এরকম হবে https://moon.khojo.xyz:2083/ । এখন আমাদের ইউজারনেম এবং পাসওয়ার্ড দিয়ে লগইন করবো।

লগইন করার পর নিচের মত ইন্টারফেস দেখতে পাবেন । এর প্রত্যেকটি নিয়ে আমরা পরে বিস্তারিত আলোচনা করবো , আজ শুধু এগুলোর ব্যাসিক গুলো দেখবো।

প্রথমে আমরা ফাইলস অপশন দেখতে পাচ্ছি । এখানে আমাদের হোস্টিং এর সকল ফাইল এর হিসেব থাকবে । এখানে আমরা আমাদের হোস্টিং এর কত টুকু বাকি আছে বা কতো টুকু ব্যাবহার করেছি তা দেখতে পাবো ।

তারপর আমরা বিলিং অপ্সহন দেখতে পাবো । এখানে আমরা আমাদের বিলিং হিস্টোরি দেখতে পাবো । কবে আমাদের ডোমেইন রিনিউ করতে হবে এ সম্পর্কে জানতে পাবো । এবং এগুলো মেইন্টেইন করতে পাবো ।

তারপর আমাদের ডাটাবেজ অপশন টি দেখতে পাবো ।

তারপর আমরা আমাদের ডোমেইন অপশন দেখতে পাবো । এখানে থেকে আমরা আমাদের সকল ডোমেইন এবং সাবডোমেইন মেইন টেইন করতে পারবো।

সাইডে আমরা আমাদের প্রোফাইন এ ক্লিক করে কাস্টমাইজ করতে পারবো ।  প্রোফাইন এ ক্লিক করে change style থেকে আমরা আমাদের cpanel এর থিম চেঞ্জ করতে পারবো

Loading

Comments

So empty here ... leave a comment!

Leave a Reply

Sidebar