FFmpeg কি? বাংলায় বিস্তারিত আলোচনা ২০১৯।

FFmeg হলো একটি ওপেন সোর্স লাইব্রেরী বা টুল যা দিয়ে আমরা যে কোণ এক ফরম্যাট থেকে অন্য যে কোণ ফরম্যাট এ ভিডিও তে encode বা decode করতে পারবো । এটি সব ধরনের অডিও বা ভিডীও codecs সাপোর্ট করে যেমনঃ (h264,h265,vp8,vp9,aac,opus etc) । এবং যে কোণ ধরনের ফাইল ফরম্যাট কেও সাপোর্ট করে (mp4,flv , mkv, ts, webm,mp3 etc )। তাছাড়াও এটি সব ধরনের স্ট্রিমিং প্রটোকল যেমনঃ http, rtmp, rtsp,hls, etc. সাপোর্ট করে।

এটি দিয়ে কি কি করতে পারবোঃ

mostbet mostbet

১) ভিডিও কে এক ফরম্যাট থেকে অন্য ফরম্যাট এ কনভার্ট করতে পারবো।

২)ভিডীও ফাইল কে অডিও ফাইল এ কনভার্ট করতে পারবো।

৩)একাধিক ফটো থেকে স্লাইড শো ভিডিও বানাতে পারবেন ।

৪)ভিডিও স্ট্রিমিং।

flv ফাইল কে mp4 করার জন্য।

                ffmpeg -i input.flv output.mp4

Codecs পরিবর্তন ছাড়াই flv থেকে mp4 করার জন্য।

                  ffmpeg -i input.flv -acodec copy -vcodec copy output.mp4

Loading

Comments

So empty here ... leave a comment!

Leave a Reply

Sidebar