FFmpeg কি? বাংলায় বিস্তারিত আলোচনা ২০১৯।
FFmeg হলো একটি ওপেন সোর্স লাইব্রেরী বা টুল যা দিয়ে আমরা যে কোণ এক ফরম্যাট থেকে অন্য যে কোণ ফরম্যাট এ ভিডিও তে encode বা decode করতে পারবো । এটি সব ধরনের অডিও বা ভিডীও codecs সাপোর্ট করে যেমনঃ (h264,h265,vp8,vp9,aac,opus etc) । এবং যে কোণ ধরনের ফাইল ফরম্যাট কেও সাপোর্ট করে (mp4,flv , mkv, ts, webm,mp3 etc )। তাছাড়াও এটি সব ধরনের স্ট্রিমিং প্রটোকল যেমনঃ http, rtmp, rtsp,hls, etc. সাপোর্ট করে।
এটি দিয়ে কি কি করতে পারবোঃ
১) ভিডিও কে এক ফরম্যাট থেকে অন্য ফরম্যাট এ কনভার্ট করতে পারবো।
২)ভিডীও ফাইল কে অডিও ফাইল এ কনভার্ট করতে পারবো।
৩)একাধিক ফটো থেকে স্লাইড শো ভিডিও বানাতে পারবেন ।
৪)ভিডিও স্ট্রিমিং।
flv ফাইল কে mp4 করার জন্য।
ffmpeg -i input.flv output.mp4
Codecs পরিবর্তন ছাড়াই flv থেকে mp4 করার জন্য।
ffmpeg -i input.flv -acodec copy -vcodec copy output.mp4
1,908 total views, 3 views today
Comments
So empty here ... leave a comment!