মোবাইলের ভলিউম বাটনের অসাধারণ কিছু ট্রিক্স । সম্পুর্ন বাংলায় ২০১৯।

মোবাইলের ভলিউম বাটন কে সুধু ভলিউম বাড়া কমা ছাড়াও আরো বিভিন্ন কাজে আমরা লাগাতে পারি । যেমন এর সাহায্যে আমরা নিচের কাজ গুলো করতে পারি ।

  • ছবি তোলা বা ভিডিও করা ।
  • ফ্লাশলাইট অন করা ।
  • অডিও রেকর্ড  করা।
  • ম্যাসেজ লেখা ।
  • কোণ এপস কে ওপেন করা।
  • সেটিংস অপশন ওপেন করা।

এর জন্য আমাদের একটি এপস লাগবে । নিচ থেকে এপস টি ডাউনলোড করে নিন এবং নিচের স্ক্রিনশর্ট গুলো ফলো করুন।

Apps Name: Quick Click

Size: 3mb

Link: Click Here

এবার নিচের স্ক্রিন শর্ট গুলো ফলো করুন।

এপস টি ডাউনলোড হয়ে গেলে এপস টি ওপেন করুন।

নিচের মত টিক চিহ্ন টিতে ক্লিক করুন।

এবার নিচের মত Create a new Action এ ক্লিক করুন ।

এবার নিচের মত একটা পেজ আসবে । এখানে থেকে যে কোণ একটা সিলেক্ট করুন । আমি ফ্লাশলাইট দিয়ে আপনাদের দেখাচ্ছি । আপনারা চাইলে আপনাদের ইচ্ছে মত সিলেক্ট করুন ।

এবার Ready তে ক্লিক করুন ।

এবার নিচের মত পেজ আসলে , যোগ চিহ্ন তে ক্লিক করে Ready তে ক্লিক করুন ।

এবার নিচের মত পেজ আসলে । যেমন আছে তেমন এ রাখুন এবং ফিনিশ এ ক্লিক করুন।

আবার সব থিক রেখে Finish এ ক্লিক করুন ।

দেখুন Flashlight টি সেটআপ হয়ে গেছে । এবার আপ ভলিউল বাটন চাপলেই ফ্ল্যাশলাইট জলে উঠবে । এভাবে আপনারা আরো অপশন গুলো এড করে , ভলিউম বাটনের সাহায্যে আরো অনেক ধরনের কাজ করতে পারেন ।

Loading

Comments

So empty here ... leave a comment!

Leave a Reply

Sidebar