নিয়ে নিন গ্রামীনফোন এর কিছু গুরুত্বপূর্ণ কোড । পরবর্তিতে হয়ত কাজে লাগতে পারে। বাংলা ভাষায়।

হ্যালো বন্ধুরা কেমন আছেন আপনারা সবাই । আশা করি ভালই আছেন । আজ আবারো নতুন কিছু নিয়ে আপনাদের সামনে হাজির হলাম । আজ আমরা কথা বলব গ্রামীনফোন এর কিছু কোড এবং তাদের কাজ নিয়ে । খুব Important পোস্ট , সবাই মন দিয়ে পরবেন । আর যারা আগে থকে জানেন তারা দয়াকরে ইগনোর করুন । তো শুরু করা যাক ।

আমাদের অনেক সময় ফোন অন রাখতে হয় , কিন্তু চাই না যাতে কল আসুক ।অনেকে বলবেন Airoplane মুড তো আছেই । কিন্তু তাতে এসএমেস আসলে তাও পাবেন না । তাই কল বা এস এম এস বন্ধের জন্য নিচের কোড গুলো ব্যবহার করুন ।

ইনকামিং কল বন্ধ রাখতে ডায়াল করুন: *35*0000#

ইনকামিং কল চালু করতে ডায়াল করুন: #35*0000#

এসএমএস বন্ধ রাখতে: *35*0000*16#

এসএমএস চালু করতে:#35*0000*16#

বন্ধ রাখা যায় বন্ধ করতে: *33*0000#

 

আউটগোইং কল বন্ধ করতে: *33*0000#

আউটগোইং কল চালু করতে: #33*0000#

এখানে ০০০০ আপনার ডিফল্ট পাসওয়ার্ড  । আপনি চাইলে এটা পরিবর্তন করতে পারেন ।

উপরের সব সার্ভিস এ কোন ধরনের টাকা কাটবে না । তো আজ এ পর্যন্তই । আবারো দেখা হবে নতুন কোন টিউটেরিয়াল এ।

Loading

Comments

So empty here ... leave a comment!

Leave a Reply

Sidebar