Call, SMS , Email Spoofing কি? সময় থাকতে সচেতন হোন । সম্পূর্ন বাংলায়।

হ্যালো বন্ধুরা কেমন আছেন আপনারা সবাই ? আশা করি ভালই  আছেন ।আজ আবারো আপনাদের জন্য নতুন কিছু নিয়ে হাজির হলাম । আজ আমরা call, sms , email , নিয়ে কথা বলব । তো শুরু করা যাক ।

আমাদের মদ্ধ্যে অনেকে হয়ত জানেন । আবার হয়ত জানেন না । কিন্তু যারা মোটামুটি সচেতন কিংবা টেকনোলজি সম্পর্কে জ্ঞান রাখেন তারা অবশ্যই জানেন ।যারা জানেন না তারা আজ জেনে নেন ।

আসলে call,sms,email spoofing কি?

সহজ ভাষায় বলতে গেলে spoofing হল আপনার কল , ম্যাসেজ,ইমেইল ইত্যাদির ক্লোন করা । মানে আপনি কাউকে কল , এসএমএস দিচ্ছেন না , কিন্তু ঠিক ই আপনার নাম্বার থেকে কল বা এসএমএস যাচ্ছে । কেমন অদ্ভুত ব্যাপার তাই না ?

মুলত হ্যাকার রা সাধারন মানুষের সাথে প্রতারনা করার জন্যই এটা ব্যাবহার করে ।

ধরুন আপনার মোবাইলে কোন এক ব্যাংকের ইমেইল থেকে বা ফোন থেকে  আসল । বললো আপনি ১ লাখ টাকা জিতেছে । আর এটার জন্য আপনাকে ৫ হাজার টাকা দিতে হবে । আপনি গুগল এ সার্চ করে দেখলেন যে ইমেইল বা মোবাইল নাম্বার টা ব্যাংটার ই । আপনি বিশ্বাস করে টাকা টা পাঠিয়ে দিয়ে ইমেইল এর রিপ্লে দিলেন । কিন্তু আপনি বুঝতেই পারলেন না যে কেউ নাম্বার বা ইমেইল ক্লোন করে আপনার সাথে প্রতারনা করেছে ।

অথবা আপনার বাবারা মোবাইল থেকে কল আসল , বললো আপনার বাবা খুব বিপদে পরেছে এখই ১০ হাজার টাকা বিকাশ করতে হবে । আপনি দেখলেন আপনার বাবার নাম্বার থেকেই কল আসচ্ছে তাই আপনি ও সরল মনে টাকা টা দিয়ে দিলেন।

আজকের এটা কোন টিউটেরিয়াল না । আপনাদের সচেতন করার জন্যি পোস্ট টি করা । প্রতিদিন অনেক মানুষ এভাবেই প্রতারিত হচ্ছে । তাই কোন কিছু করার আগে অবশ্যই ভালোভাবে দেখে নেবেন ।

Loading

Comments

So empty here ... leave a comment!

Leave a Reply

Sidebar