ip এড্রেস কি? কিভাবে জানবো আমার ip এড্রেস কত? বিস্তারিওত আলোচনা ।সম্পুর্ন বাংলায় ।

হ্যালো বন্ধুরা কেমন আছেন আপনারা সবাই । আশা করি ভালই আছেন । আজ আপনাদের বলব IP এড্রেস কি ? এবং কিভাবে দেখবেন আপনার পিসির আইপি এড্রে কত? তো শুরু করা যাক।

Ip এড্রেস কি?

Devices এর অবস্থান সনাক্তকরনের জন্য এক ধরনের নাম্বার ব্যাবহার করা হয়। যা ইউনিক নম্বর, এই নম্বর কে আইপি এড্রেস বলে। Internet Protocol Address। প্রত্যেক পিসির জন্য আলদা আলাদা আইপি এড্রেস আছে যার একটা কখন ও আরেক টার সাথে মিলবে না ।

কিভাবে জানবো আমার পিসির আইপি এড্রেস কত?

আপনার আইপি এড্রেস জানার জন্য কয়েকটা উপায় আছে ।

প্রথমত,স্টার্ট মেনুতে গিয়ে  আপনি cmd ওপেন করুন । cmd ওপেন হলে সেখানে ipconfig লিখে এন্টার চাপুন ।ব্যাস আপনার আইপি এড্রেস দেখেত পাবেন।

নাহলে নিচের ছবির মত google এ গিয়ে লিখুন what is my ip ।

 

Loading

Comments

So empty here ... leave a comment!

Leave a Reply

Sidebar