উইন্ডোস ৭ এর Windows is not genuine লেখা চির তরে মুছে দিন cmd এর সাহায্যে। সম্পুর্ন বাংলায় ।

উইন্ডোস ৭ চেনেন না এমন পিসি ইউজার হয়ত খুজে পাওয়া যাবে না । যদিও এখন উইন্ডোস ১০ এর যুগ চলতেছে  তারপরেও এখন ও এমন অনেক ইউজার খুজে পাওয়া যাবে যারা উইন্ডোস ৭ ব্যাবহার করছে । আর মাইক্রোসফট এর হিসেব অনুযায়ী সব থেকে বেশি ইউজার ছিল উইন্ডোস ৭ এর ।তাছারা আরো অনেক সুবিধা আছে উইন্ডোস ৭ এর । যা নিয়ে অন্য কোন দিন আলোচনা করব। পার্সোনালী উইন্ডোস ৭ আমার অনেক পছন্দের । তাই ভাবলাম আজ উইন্ডোস ৭ নিয়ে কিছু বলি। তো শুরু করা যাক।

অনেক সময় আমাদের প্রিয় উইন্ডস ৭  windows in not genuine  লেখা আসে ।যা একই সাথে বেশ  বিরক্তি কর এবং তার সাথে কিছু ফিচার ও  বন্ধ হয়ে যাক । আজ দেখব কি ভাবে আমরা cmd এর সাহায্যে খুব সহযেই লেখা টা তুলে দিতে পারি।

প্রথমে cmd ওপেন করুন । cmd  ওপেন করার জন্য  উইন্ডোস এ গিয়ে cmd লিখুন অথবা Run এ cmd লিখে এন্টার চাপুন । এবার cmd তে রাইট ক্লিক করে Run as Administrator এ ক্লিক করুন । cmd ওপেন হলে নিচের কোড টি লিখুন ।

SLMGR -REARM

থিক যে ভাবে লেখা আছে সেই ভাবেই লিখুন । এবার এন্টার চাপুন ।

ব্যাস এবার আপনার পিসি টি রিস্টার্ট দেন । এবং উপভোগ করুন জেনুইন উইন্ডোস।

Loading

Comments

So empty here ... leave a comment!

Leave a Reply

Sidebar