যেনে নিন আপনার পিসিটি কোন জেনারেশন এর। সম্পুর্ন বাংলা টিউটেরিয়াল।

আপনি কি জানেন আপনার পিসি টি কোন জেনারেশন এর?? আমরা যারা পিসি ব্যাবহার করি তারা অনেক কঠিন কঠিন কাজ জানলেও এটা জানি না যে কিভাবে আমরা আমাদের কম্পিউটার এর  জেনারেশন দেখতে হয় । আজ আমি আপনাদের দেখাবো কিভাবে আপনারা আপনাদের পিসির জেনারেশন এর ।

নিচের স্ক্রিনশর্টগুলো ফলো করুন।

১/ আপনি আপনার কম্পিউটারের হোম স্ক্রিন এ চলে আসুন। তারপর নিচের স্ক্রিনশটের মত দেখুন My pc/ This pc/ My computer ইত্যাদি ইত্যাদি লেখা একটা ডিফল্ট এপ্স রয়েছে যেটার সাহায্যে আপনি আপনার ড্রাইবে ডুকেন। মানে গান টান বাজানোর জন্য যেটাতে যান আরকি।

২/ This pc তে মাউস টা নিয়ে মাউসের লেফট (বাম পাসের) বাটোনে একটা ক্লিক করেন তারপর মাউসের রাইট (ডান পাসের বাটোনে একটা ক্লিক করেন। নিচের মত একটা মেনুবার ওপেন হবে।

৩/ এখান থেকে সবার নিচে Properties এ একটা ক্লিক করুন। তাহলে নিচের মত একটা পেইজে আপনার কম্পিউটারের ফোল কনফিগারেশন বের হয়ে আসবে।

৪/ এখানে দেখুন কয়েকটা সেকশন রয়েছে সেগুলো থেকে System এর আন্ডারে থাকা লেখাগুলোর মাঝে processor এ থাকা লেখাগুলো দেখেন (উদাহরন হিসাবে আমারটা Intel(R) core(TM) i5-2450M [email protected] এইরকম দেখাচ্ছে)।

৫ /ভালোভাবে খেয়াল করুন i5 এর পাসে 2450m লেখা রয়েছে এর মানে হচ্ছে আমার এই কম্পিউটার টা সেকেন্ড জেনারেশনের কারন 2450m এই কোড নাম্বারটা শুরু হয়েছে 2 দিয়ে। যদি আমার এই কোডটা 4550m হতো তাহলে আমি বুজতাম আমার কম্পিউটার 4th জেনারেশনের ‘ যদি 7550m হতো তাহলে বুজিতাম 7th জেনারেশনের।

 

Loading

Comments

So empty here ... leave a comment!

Leave a Reply

Sidebar