এবার এক ক্লিকেই ছবির ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করুন Microsoft PowerPoint 2010 দিয়ে ।

এবার আপনার পিকচার এর ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করুন এক ক্লিকেই । ফটোশপ দিয়ে নয় , মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট দিয়ে । কি অবাক হচ্ছেন? অবাক হওয়ার কিছু নেই । এক ক্লিকেই পিকচার এর ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে নিচের স্টেপগুলো ফলো করুন।

এজন্য প্রথমে পাওয়ার পয়েন্ট ওপেন করুন

আপনার ছবি সিলেক্ট করে উপরে ফরম্যাট লেখায় ক্লিক করুন।RemovBackground এ ক্লিক করুন

আপনার যতটুকুর ব্যাকগ্রাউন্ড রিমুভ করবেন তা সিলেক্ট করুন। এখন Keep Changes এ ক্লিক করুন।

Save আইকনে ক্লিক করুন ।

save type JPEG দিয়ে Save করুন

এখানে Current Slid Only দিন।

প্রমান

Loading

Comments

So empty here ... leave a comment!

Leave a Reply

Sidebar