Quick Swipe এপ রিভিও। আপনার মোবাইল কে দিন একটি ডাইনামিক লুক।
ফোন কাস্টমাইজ করতে কার না ভালো লাগে ? আপনি আপনার মোবাইল কাস্টমাইজ করে দিতে পারেন একটি সুন্দর লুক । কোন প্রকার ঝামেলা ছাড়াই । নিচের স্টেপ এবং স্ক্রীনশর্ট গুলো ফলো করুন।
👉প্রথমে playstore চলে যান তারপর নিচের দেখানো Quick Swipe নামে অ্যাপটি সার্চ দিয়ে ডাউনলোড করুন।

👉তারপর অ্যাপটি অপেন করুন।অপেন করলে নিচের মত পেজ আসবে সেখানে দেখানো মত জায়গায় ক্লিক করুন।

👉তারপর আবার একটা পেজ আসবে সেখানে Let’s Go তে ক্লিক করুন।

👉তারপর একটা পেজ আসবে সেখানে Enable এ ক্লিক করুন।

👉তারপর ফোনে পারমিশন চাবে দিয়ে দিবেন পারমিশন।

👉তারপর একটা পেজ আসবে সেখানে প্রথম ওপশন টা ওন না থাকলে ওন করে দিন।তারপর Themes এ ক্লিক করুন।

👉তারপর নিচের মত অনেক গুলা অপশন আসবে যেটা আপনার ভালো লাগে তার ওপর ক্লিক করুন।



👉তারপর আপনাকে ডাউনলোড করতে বলবে থিমটা ডাউনলোড করে নিন।

👉এবার কেটে দিয়ে নিচের দেখানো মত ফোনের এক কোণা থেকে তীর চিহ্ন অনুযায়ি টানুন।মানে এক কোণা থেকে মাঝখানে যান।দেখবেন নিচের মত ফোন কে অসাম লুক দিয়েছে এই অ্যাপটি।

![]()

Comments
So empty here ... leave a comment!