Quick Swipe এপ রিভিও। আপনার মোবাইল কে দিন একটি ডাইনামিক লুক।

ফোন কাস্টমাইজ করতে কার না ভালো লাগে ? আপনি আপনার মোবাইল কাস্টমাইজ করে দিতে পারেন একটি সুন্দর লুক । কোন প্রকার ঝামেলা ছাড়াই । নিচের স্টেপ এবং স্ক্রীনশর্ট গুলো ফলো করুন।

👉প্রথমে playstore চলে যান তারপর নিচের দেখানো Quick Swipe নামে অ্যাপটি সার্চ দিয়ে ডাউনলোড করুন।

👉তারপর অ্যাপটি অপেন করুন।অপেন করলে নিচের মত পেজ আসবে সেখানে দেখানো মত জায়গায় ক্লিক করুন।

👉তারপর আবার একটা পেজ আসবে সেখানে Let’s Go তে ক্লিক করুন।

👉তারপর একটা পেজ আসবে সেখানে Enable এ ক্লিক করুন।

👉তারপর ফোনে পারমিশন চাবে দিয়ে দিবেন পারমিশন।

👉তারপর একটা পেজ আসবে সেখানে প্রথম ওপশন টা ওন না থাকলে ওন করে দিন।তারপর Themes এ ক্লিক করুন।

👉তারপর নিচের মত অনেক গুলা অপশন আসবে যেটা আপনার ভালো লাগে তার ওপর ক্লিক করুন।



👉তারপর আপনাকে ডাউনলোড করতে বলবে থিমটা ডাউনলোড করে নিন।

👉এবার কেটে দিয়ে নিচের দেখানো মত ফোনের এক কোণা থেকে তীর চিহ্ন অনুযায়ি টানুন।মানে এক কোণা থেকে মাঝখানে যান।দেখবেন নিচের মত ফোন কে অসাম লুক দিয়েছে এই অ্যাপটি।

Loading

Comments

So empty here ... leave a comment!

Leave a Reply

Sidebar