Cpanel এ File Manager নিয়ে বিস্তারিত । সম্পুর্ন বাংলায় টিউটেরিয়াল ২০১৯।

আজ আমরা ফাইল ম্যানেজার নিয়ে বিস্তারিত জানবো । এ জন্য প্রথমে cpanel এ লগইন করে ফাইল ম্যানেজার এ ক্লিক করুন ।

Cpanel -এর File manager এ আমরা আমাদের সকল প্রকার ফাইল যেমন অডিও , ভিডিও, ইমেজ সব কিছু আপ্লোড , ডিলেট করতে পারবো । তাছারা আমাদের সকল প্রকার কোড ও এই ফাইল ম্যানেজার এর সাহায্যে কন্ট্রোল করতে পারবো । ftp connection এর সাহায্যে আমরা  ডিরেক্ট ফাইল আপ্লোড করতে পারবো ।

ফাইল ম্যানেজার এ ঢোকার পর আমরা আমাদের সকল ফাইলগুলো দেখতে পাবো । একদম উপরে আছে নতুন ফাইল তৈরী করার জন্য ফাইল, ফোল্ডার তৈরী করার জন্য ফোল্ডার , এবং কিছু আপ্লোড করার জন্য আপ্লোড অপশন সহ আরো কিছু অপশন । এখানে আমরা একটি নতুন ফোল্ডার তৈরী করবো । উপরের ছবি তে দেখতে পাচ্ছেন লাল মার্ক করা নতুন Projukti ফোল্ডার তৈরী করেছি ।

এবার এই ফোল্ডারের ভিটর আমরা একটি ফাইল ক্রিয়েট করবো । ফাইল তৈরী করতে আমরা ফাইল এ ক্লিক করবো ।

এবার উপরের ছবির মত আসলে আমরা উপরের ঘরে  আমাদের ফাইল এর নাম লিখবো । অবশ্যই ফাইল এর নাম এর শেষে এক্সটেনশন এর নাম লিখবো। যেমনঃ index.html ।

এর পরের ঘরে ফোল্ডার সিলেক্ট করে আমরা create file ক্লিক করবো ।

ফাইলটি তৈরী করার পর আমরা তা ইডিট করবো । ইডিট করার জন্য ফাইল এ রাইট ক্লিক করে নিচের মত ইডিট সিলেক্ট করবো।

এবার আমাদের কোড টি লেখবো । লেখা শেষে save changes  এ ক্লিক করবো ।

এবার আমরা নিচের ছবির মত মার্ক করা অংশ টুকুর মত আমাদের ফাইল এর লোকেশন টা কপি করে নিয়ে ব্রাউজার থেকে ব্রাউজ করবো।

তাহলে আমাদের এড্রেস টা কিছুটা নিচের মত হবে

এভাবে আমরা cpanel er ফাইল ম্যানেজার এর সাহায্যে আমরা আমাদের সাইট এর যেকোন কিছু আপ্লোড বা ইডিট করতে পারবো।

Loading

Comments

So empty here ... leave a comment!

Leave a Reply

Sidebar