Cpanel এ File Manager নিয়ে বিস্তারিত । সম্পুর্ন বাংলায় টিউটেরিয়াল ২০১৯।

আজ আমরা ফাইল ম্যানেজার নিয়ে বিস্তারিত জানবো । এ জন্য প্রথমে cpanel এ লগইন করে ফাইল ম্যানেজার এ ক্লিক করুন ।

Cpanel -এর File manager এ আমরা আমাদের সকল প্রকার ফাইল যেমন অডিও , ভিডিও, ইমেজ সব কিছু আপ্লোড , ডিলেট করতে পারবো । তাছারা আমাদের সকল প্রকার কোড ও এই ফাইল ম্যানেজার এর সাহায্যে কন্ট্রোল করতে পারবো । ftp connection এর সাহায্যে আমরা ডিরেক্ট ফাইল আপ্লোড করতে পারবো ।

ফাইল ম্যানেজার এ ঢোকার পর আমরা আমাদের সকল ফাইলগুলো দেখতে পাবো । একদম উপরে আছে নতুন ফাইল তৈরী করার জন্য ফাইল, ফোল্ডার তৈরী করার জন্য ফোল্ডার , এবং কিছু আপ্লোড করার জন্য আপ্লোড অপশন সহ আরো কিছু অপশন । এখানে আমরা একটি নতুন ফোল্ডার তৈরী করবো । উপরের ছবি তে দেখতে পাচ্ছেন লাল মার্ক করা নতুন Projukti ফোল্ডার তৈরী করেছি ।
এবার এই ফোল্ডারের ভিটর আমরা একটি ফাইল ক্রিয়েট করবো । ফাইল তৈরী করতে আমরা ফাইল এ ক্লিক করবো ।

এবার উপরের ছবির মত আসলে আমরা উপরের ঘরে আমাদের ফাইল এর নাম লিখবো । অবশ্যই ফাইল এর নাম এর শেষে এক্সটেনশন এর নাম লিখবো। যেমনঃ index.html ।

এর পরের ঘরে ফোল্ডার সিলেক্ট করে আমরা create file ক্লিক করবো ।
ফাইলটি তৈরী করার পর আমরা তা ইডিট করবো । ইডিট করার জন্য ফাইল এ রাইট ক্লিক করে নিচের মত ইডিট সিলেক্ট করবো।

এবার আমাদের কোড টি লেখবো । লেখা শেষে save changes এ ক্লিক করবো ।
এবার আমরা নিচের ছবির মত মার্ক করা অংশ টুকুর মত আমাদের ফাইল এর লোকেশন টা কপি করে নিয়ে ব্রাউজার থেকে ব্রাউজ করবো।

তাহলে আমাদের এড্রেস টা কিছুটা নিচের মত হবে
![]()
এভাবে আমরা cpanel er ফাইল ম্যানেজার এর সাহায্যে আমরা আমাদের সাইট এর যেকোন কিছু আপ্লোড বা ইডিট করতে পারবো।
![]()

Comments
So empty here ... leave a comment!