কিভাবে cpanel এ auto responder সেটাপ করবেন ? সম্পুর্ন বাংলায় ২০১৯ ।

এর জন্য প্রথমে আমরা আমাদের cpaanel  এ লগইন করবো।

Cpanel এ লগইন করবেন যেভাবে- ক্লিক করুন

লগইন করার পর আমরা email সেকশন থেকে autoresponder খুজে বের করবো । তারপর autoresponder এ ক্লিক করবো।

তারপর নিচের মত একটা পেজ আসবে । এখানে থেকে আপনি আপনার ডোমেইন টা সিলেক্ট করুন এবং নিচের add autoresponder এ ক্লিক করুন ।

তারপর নিচের মত একটি পেজ আসবে । সেখানে থেকে প্রথম অপশন টি যা আছে তাই থাকবে ।

তারপরের ঘরটি হল , একই ইমেইল থেকে মেইল আসলে কত খন পর তার অটো রিপ্লে যাবে । এখানে আপনি আপনার ইচ্ছে মত একটা সময় দিয়ে দিন ।

তারনিচের ঘরটিতে রিপ্লে ইমেইল দিন । ওইখানে @ দেয়া আছে । নিচ থেকে আপনি আপনার ইমেইলের ডোমেইন টা সিলেক্ট করে নিন । আর উপরের ঘর এ  ইমেইল নেম দেন । যেমন ঃ আমি যদি এখানে info দেই । তাহলে পুরো এড্রেসটি হবে [email protected]

তারপরের দুটো ঘরে আপনি নরমালি ইমেইল এর মত from এবং subject সিলেক্ট করুন । এই auto responder html সাপোর্ট করে তাই চাইলে আপনি নিচের html এ টিক চিহ্ন দিতে পারেন ।

তারপর বডি তে আপনি আপনার ভিসিটর এর কাছে যে ম্যাসেজ টি দিতে চান তা লিখুন । এবং নিচে  আপনি ইচ্ছা করলে টাইম সিলেক্ট করে দিতে পারেন । যদি অল্প সময়ের জন্য এই auto respond টি চালু রাখতে চান তাহলে স্টার্ট এবং স্টপ এ টাইম দিয়ে রাখতে পারেন ।

এভাবে আপনারা আপনাদের cpanel এ auto responder সেটাপ করতে পারেন ।

Loading

Comments

So empty here ... leave a comment!

Leave a Reply

Sidebar