কিভাবে cpanel থেকে ip address ব্লোক করবেন ? বাংলায় টিউটেরিয়াল ২০১৯।

প্রথমে আপনার cpanel  এ লগইন করুন । তারপর নিচের দিকে security অপশন থেকে ip blocker  এ ক্লিক করুন।

তারপর নিচের মত একটা পেজ আসবে , সেখানে আপনি যে ip টা ব্লোক করতে চান তা দিন এবং add এ ক্লিক করুন।

আইপি টি এড হলে নিচের মত একটা কনফারমেশন পেজ আসবে ।

অর্থাৎ আপনার দেয়া আইপি টি ব্লোক করে দেয়া হয়েছে । ওই আইপি থেকে আর আপনার সাইট ভিজিট করতে পারবে না । এবার Go Back এ ক্লিক করে আগে পেজ এ গেলে আপনার ব্লোক করা সব আইপি দেখতে পাবেন এবং সেখান থেকে চাইলে আইপি আনব্লোক ও করে দিতে পারবেন।

Loading

Comments

So empty here ... leave a comment!

Leave a Reply

Sidebar